Header Ads Widget

শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২( sharif melamine job circular)

 শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবে।উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ টি পদে অনিদির্ষ্ট জনবল নিয়োগ দিবে বলে জানিয়েছে শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড।আবেদনের যোগ্য প্রার্থীদেরকে আবেদন করতে বলা হয়েছে।আবেদনের যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।( job circular 2022 )

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড

চাকরির ধরন:বেসরকারি  চাকরি 

জেলা নাম:বিভিন্ন জেলা

আবেদনের মাধ্যম:ডাকযোগে/কুরিয়ারে/ই-মেইলে পাঠাতে হবে

আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২২


পদের নাম ও পদসংখ্যা

নিরাপত্তা কর্মী(অনির্দিষ্ট)

লিফট অপারেটর(অনির্দিষ্ট)

আবেদনের যোগ্যতা

শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহ প্রার্থীদেরিকে ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, ফোন নম্বরসহ পূর্ণ  জীবনবীত্তান্ত,জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ,শিক্ষাগত যোগ্যতার সনদ স্বহস্তে লিখিত আবেদন পত্র ডাকযোগে/কুরিয়ারে/ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা

ডাকযোগে/কুরিয়ারে: শরিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড,লিয়াজো অফিসঃ বাড়ি-১৫/সি,রোড-১৫(নতুন) ৩৩ (পুরাতন), ধানমন্ডি,ঢাকা-১২০৯



আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২২

Post a Comment

0 Comments