Header Ads Widget

মৎস ও প্রাণীসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (flid job circular 2022)


মৎস ও প্রাণীসম্পদ তথ্য অধিদপ্তরে শূন্যপদে জনবল নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭ টি পদে মোট ২৬ জন জনবলকে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত জনগণকে আবেদন করতে বলা হয়েছে।আবেদনের যোগ্যতা থাকলে প্রয়োজনীয় সঠিক ও নির্ভূল তর্থ্য দিয়ে আবেদন করুন।(job circular 2022)

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: মৎস  ও প্রাণীসম্পদ তথ্য অধিদপ্তর

পদের সংখ্যা: ৭ টি

পদ সংখ্যা: ২৬ টি

আবেদনের মাধ্যম: ডাকযোগে 

অফিসিয়াল ওয়েবসাইট: www.flid.gov.bd

আবেদনের ঠিকানা: www.flid.gov.bd

আবেদন পাঠানো শুরু: ০৬ মে ২০২২

আবেদন পাঠানোর শেষ সময়: ০৫ জুন ২০২২


পদের নাম ও পদসংখ্যা

চিত্রশিল্পী-০১টি

অডিও ভিজ্যুয়াল কর্মকর্তা-০১টি

সহকারি চিত্রশিল্পী-০১টি

অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর-০৬টি

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১টি

গাড়ি চালক-০২টি

অফিস সহায়ক-১৪টি


আবেদনের যোগ্যতা

মৎস  ও প্রাণীসম্পদ তথ্য অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়সসীমা

সাধারণ আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে ০১-০৫-২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে পারবে এবং সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে।মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।( govt job circular 2022)

আবেদনের নিয়ম

মৎস  ও প্রাণীসম্পদ তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা সরাসরি  ( www.flid.gov.bd)এই  ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে স্বহস্তে অথবা কম্পিউটার দিয়ে টাইপ করে ডাকযোগে প্রেরণ করতে হবে।আগামী ০৫-০৬-২০২২ তারিখ এর মধ্যে জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা ও আবেদন ফি

উপ পরিচালক,মৎস  ও প্রাণীসম্পদ তথ্য দপ্তর,বিএফডিসি ভবন, ২৩-২৪ কাওরান বাজার,ঢাকা বরাবরে কোড নং ১-৪৪৩৭-০০০০-২০৩১ এ পাঠাতে হবে। ১-৬ নং পদের জন্য ১০০/-টাকা এবং ৭ নং এর জন্য ৫০/-টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে।




আবেদন পাঠানোর শেষ সময় ০৫ জুন ২০২২

Post a Comment

0 Comments