Header Ads Widget

ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(dhaka north city corporation job circular 2022)

  সম্পতি ঢাকা উত্তর সিটি করর্পোরেশনে ইউনিসেফ সাহায্যপুষ্ট বিষযক কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।উক্ত সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে ২টি পদে মোট ৬ জনকে নিয়োগ দিবে। চাকরির আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।(dncc job circular 2022)

প্রতিষ্ঠানের নাম:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

চাকরির ধরন:অস্থায়ী

পদ সংখ্যা:২ টি

পদের সংখ্যা:৬ জন

আবেদন করার মাধ্যম:ডাকযোগে/সরাসরি

আবেদন শুরুর হয়েছে:১৭মে ২০২২

আবেদনের শেষ তারিখ:০২ জুন ২০২২

অফিশিয়াল ওয়েবসাইট:http://dncc.gov.bd

 

আবেদনের যোগ্যতা

ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সরাসরি  ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এর আওতাধীন এই (www.dncc.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে  আবেদন পত্রটি ডাকযোগে বা সরাসরি  বরাবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা,গুলশান সেন্টার পয়েন্ট(১০ম তলা),প্লট নং-২৩-২৬,রোড নং-৪৬,গুলশান-২,ঢাকা-১২১২ আগামী  ০২-০৬-২০২২ তারিখ মধ্যে জমা দিতে হবে।



Post a Comment

0 Comments