Header Ads Widget

ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(job circular 2022 )

 সম্পতি ঢাকা উত্তর সিটি করর্পোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত সংস্থায় ২১ টি পদে মোট ২০০ জনকে নিয়োগ দিবে। আবেদনের যোগ্যতা  ও বাংলাদেশের স্থায়ী নাগরিক হলে  আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। আবেদন করা যাবে ১৪ এপ্রিল পর্যন্ত। (govt job circular 2022)

প্রতিষ্ঠানের নাম:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

চাকরির ধরন:সরকারি চাকরি

পদ সংখ্যা:২১ টি

পদের সংখ্যা:২০০ জন

আবেদন করার মাধ্যম:অনলাইন

আবেদন শুরুর :১৫ মার্চ ২০২২

আবেদনের শেষ তারিখ:১৪ এপ্রিল ২০২২

অফিশিয়াল ওয়েবসাইট http://dncc.gov.bd

আবেদন করার লিংক নিচে দেখুন


পদের নাম ও পদসংখ্যা

১. সহকারী প্রকৌশলী (পুর)-৭

২. সহকারী স্বাস্থ্য কর্মকর্তা-৪

৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৬

৪. সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক)-১

৫. উপকর কর্মকর্তা-৯

৬. উপসহকারী প্রকৌশলী (পুর)-২৪

৭. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৪

৯. লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার-১৩

১০. পরিচ্ছন্নতা পরিদর্শক-১৪

১১. ওয়ার্ড সচিব-১৭

১২. ভিডিও ক্যামেরাম্যান-১

১৩. ফটোগ্রাফার-১

১৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক-৪ (বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে)

১৫. ভিডিও অ্যাসিস্ট্যান্ট-১

১৬. রেন্ট অ্যাসিস্ট্যান্ট-৭

১৭. ইলেকট্রিশিয়ান-৬

১৮. বাতি পরিদর্শক-৫

১৯. লাইনম্যান-৪

২০. মিটার রিডার-৫

২১. কার্যসহকারী-১৭


আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।


 আবেদনের নিয়ম

 আগ্রহী প্রার্থীরা সরাসরি  ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এর আওতাধীন এই   (http://dncc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী  ১৪-০৪-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।















Apply Here

আবেদন শুরুর হয়েছে ১৫ মার্চ ২০২২

আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল ২০২২

Post a Comment

0 Comments