Header Ads Widget

তিতাস গ্যাস ট্রান্সমিসন কোম্পানিতে ২২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি (company job circular 2022)

 তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার একটি কোম্পানি। যেখানে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পৃথকভাবে ৩টি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২০ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন যোগ্যতা থাকলে । নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় সকল তথ্য এই  বিজ্ঞপ্তিতেই পাবেন।( job circular 2022)


একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড 

চাকরির ধরণ:সরকারি চাকরি  

পদের সংখ্যা:২২০টি

বয়সসীমা:১৮-৩০

যোগ্যতা:বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখুন

লিঙ্গ:পুরুষ-মহিলা

বেতন গ্রেড:সর্বোচ্চ ৩০,২৩০/- টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট: www.titasgas.org.bd

আবেদনের মাধ্যম:অনলাইন 

আবেদনের ঠিকানা:http://tgtdcl.teletalk.com.bd/

আবেদন শুরু: ৮ মে ২০২২

আবেদনের শেষ সময়: ৭ জুন ২০২২


তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) কর্তৃক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে আলাদা আলাদা ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।(bd job circular today)

 প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম ও পদ সংখ্যা

 হিসাব সহকারী-৪৮ টি

 নিরীক্ষা সহকারী-৮ টি

ক্যাশিয়ার-১ টি

 

দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি


পদের নাম ও পদ সংখ্যা

 চিকিৎসা সহকারী-৪ টি

 অফিস সহকারী-৫ টি

 ভান্ডার রক্ষক- ৪ টি

 আইন সহকারী- ১ টি

 রেকর্ড কিপার- ৫ টি

 ডেসপাস রাইডার-১ টি

স্টোরম্যান-৫ টি

 করণিক (জেনারেল)-৩ টি

 বাবুর্চি/ কুক- ২ টি

 গার্ডেনার-৩ টি

 

তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি


পদের নাম ও পদ সংখ্যা

হেভি ইকুইপমেন্ট অপারেটর-১ টি

টেকনিশিয়ান-৪০ টি

বিক্রয় সহকারি-৮ টি

ইকুপমেন্ট অপারেটর-১ টি

ইলেকট্রিশিয়ান-৩ টি

বেতার চালক-৬ টি

সার্ভেয়ার-১ টি

 ড্রাফট ম্যান-১ টি

ক্যামেরাম্যান- ১ টি

উন্নয়নকারী-৪৫ টি

চেইনম্যান-৪ টি

ট্রেসার-৫ টি


আবেদনের বয়সসীমা

আবেদনের বয়সসীমা

প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩০ বৎসর। তবে মুক্তিযোদ্ধার কোটার সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধীরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।




আবেদনের যোগ্যতা

 তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বিজ্ঞপ্তির নিয়োগের প্রতিটি পদের আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা ,শিক্ষাগত যোগ্যতাএবং অভিজ্ঞতার  শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।


আবেদনের নিয়ম

 তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আগ্রহী প্রার্থীরা সরাসরি ( http://tgtdcl.teletalk.com.bd/)এই ওয়েবসাইট থেকে  আবেদনপত্র পূরণ করে আগামী  ৮ মে ২০২২ থেকে  ৭ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদনের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদনের চার্জ পরিশোধ করতে হবে।


আবেদন করুন









Post a Comment

0 Comments