Header Ads Widget

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি(bangladesh railway job circular 2022)

 বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞতি(railway job circular 2022)

বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর বুকিং সহকারী গ্রেড-২ এ  শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞতি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞতিতে ১ টি পদে ১৫৩ জনকে নিয়োগ দিবে এটি জানিয়েছেন রেলওয়ে অধিদপ্তর। অনেকেই রেলওয়েরের চাকরি করতে চান। তারা তাদের  সঠিক তথ্য দিয়ে  অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসীন্দাগণ আবেদন করতে পাবেন। আমরা এখানে আবেদন সংক্রান্ত সাল তর্থ্য প্রদান করেছি। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।(job circular 2022)

 

অধিদপ্তরের নাম:  বাংলাদেশ রেলওয়ে

পদের নাম:বুকিং সহকারী গ্রেড-২

পদের সংখ্যা: ১টি 

পদ সংখ্যা:১৫৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস বা সমমান পাস

জেলা: সকল জেলা

প্রার্থীর ধরন:নারী ও পুরুষ 

আবেদনের বয়সসীমা:০১-০৪-২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে।

বেতনস্কেল:৯,৭০০-২৩,৪৯০ টাকা

আবেদনের লিঙ্ক:http://br.teletalk.com.bd/

অফিসিয়াল ওয়েবসাইট: www.railway.gov.bd

আবেদন শুরুর সময়:০৭ এপ্রিল ২০২২  সকাল ১০:০০ টা থেকে

আবেদনের সময়সীমা:১৭ মে ২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত (govt job circular 2022)


 



 

আবেদন করুন


প্রতিদিনের  বিভিন্ন ধরনের চাকরির খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। প্রয়োজনে আমাদের এই ওয়েবসাইটি বুকমার্কে সংরক্ষন করে রাখুন।

Post a Comment

0 Comments