প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা ৫ টি ধাপে
কেন্দীয়ভাবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ৫ টি ধাপে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগ পরিক্ষা। আগামি ১ এপ্রিল থেকে উক্ত শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিক্ষা শুরু হবে। এছাড়াও ৮,১৫,২২ও২৯ এপ্রিল পরিক্ষা হবে। পরীক্ষা সকাল ১০টা বা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এপ্রিলের মধ্যে পরিক্ষা নেওয়া শেষে জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে। (https://edudaily24.com )
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
পরীক্ষা শুরুর ৫ দিন আগে অনলাইন এই লিঙ্ক (https://dpe.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আবেদনকারীর মোবাইলে এসএমএস মাধ্যমে ডাউনলোডের লিঙ্ক পাঠানো হবে।
পদের সংখ্যা ও আবেদনকারীর সংখ্যা
শিক্ষক পদের সংখ্যা প্রায় ৪৫,০০০টি প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ কার্যকম।আবেদন করেছে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ( https://bangla.examresultbd.com/primary-teacher-exam-date/)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরের মান বন্টন
বাংলা(২০),গণিত(২০),সাধারন জ্ঞান(২০) মৈাখিক(২০)
0 Comments