সমবায় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞতি(bd job circular 2022))
সমবায় অধিদপ্তরে বিভিন্ন পদে শূণ্যপদসমূহে জনবল নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে। অস্থায়ী ভাবে রাজস্ব খাতভূক্ত বিভিন্ন পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ দিবে।অধিদপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) স্বাক্ষরিক নিয়োগ বিজ্ঞপ্তিতে, যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকরতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: সমবায় মন্ত্রণালয়
চাকরির ধরণ: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞতি দেখুন
জেলা: নির্দিষ্ট জেলা সার্কুলার ইমেজ দেখুন
ক্যাটাগরি:১৭ টি
শূন্য পদের সংখ্যা:৫১১ টি
বয়স:০১-০৩-২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে।তবে শূধু মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধা ও শারিরীক প্রতিবন্ধীর ক্ষেত্রে ১৮-৩২ বছর।
বেতন:গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম
আবেদন শুরুর সময়: ২০ মার্চ ২০২২
আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট:বিস্তারিত জানার জন্য www.coop.gov.bd
আবেদনের মাধ্যম: অনলাইনে
আবেদনের ঠিকানা:http://coop.teletalk.com.bd
0 Comments